একজন নারী হওয়ার সত্ত্বেও যে সব বাঁধা ছিল তার সব কিছু জয় করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার - ত্রিনিদাদিয়ান নাসির মোহাম্মদ। প্রথমে দেখাতে যে কেউ চমকে যেতে পারেন! দীর্ঘ শ্বাস নিয়ে ভাবতে পারেন উইন্ডিজ দলের সাথে নারী মিডিয়া ম্যানেজার তাও আবার মুসলিম। কিন্তু অবাক হলেও বিষয়টা সত্যি। তিনিই মনে হয় পুরুষের ক্রিকেট দল পরিচালনা করার জন্য বিশ্বের প্রথম মুসলিম নারী।
দুই বছর আগের কথা।ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নাসির ওয়েস্ট ইন্ডিজের রাষ্ট্রপতির কাছে টুইট করেছিলেন নারী দলের হয়ে কাজ করার জন্য। রাষ্ট্রপতি তাঁর সেই টুইটে সাড়া দিয়েছেলিনে।
তাঁর ঠিক এক বছর পর নাসিরকে নারী দলে নিয়োগ দেওয়া হয় মিডিয়া ম্যানেজার হিসাবে। এর কিছু দিন পর তাকে ছেলেদের দলের মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়। এখন তিনি দক্ষতার সাথে ছেলে দলের যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব পালন করছেন।
ক্যারিবিয়ান দলের খেলোয়াড়রা কখনই তাকে নিয়ে রসিকতা বাঁ মজা করেন না। একজন মুসলিম নারী হয় যতটুকু সম্মান পাওয়া দরকার সেটি নাসির পান।তাই সকল খেলোয়াড়ের সাথে তাঁর সুসম্পর্ক।
নাসির মোহাম্মদের বয়স এখন ৩৩ বছর। তিনি তাঁর পোশাক হিসাবে হিজাব পরিধান করেন। তাঁর হিজাব পরিধান এতোই নিখুত যে মাথার চুল পর্যন্ত কখনো বের হয় না। তিনিই তাঁর পরিবারের এক মাত্র সদস্য যে এই ভাবে হিজাব পরেন। ক্যারিবিয়ান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিসাবে নাসির বুঝিয়ে দিয়েছেন কোন কাজেই ধর্ম, বর্ণ সমস্যা নয়। আজ তিনি একজন মুসলমান নারী হয়েও জয় করেছেন অমুসলিমদের মন। যেখানে তাকে সর্বোচ্চ সম্মান করা হয়।