তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ দাপটের সাথে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি এখন সিরিজ নির্ধারনী ম্যাচে রুপ নিয়েছে।সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
পারফরমেন্সের ধারাবাহিকতা বজায়ে রেখে সিরিজ নির্ধারনী এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টাইগাররা। আজকের ম্যাচে জিততে পারলেই প্রথম বারের মতো টানা তিনটি শিরোপা জয়ের স্বাদ নেবে বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ দলের হয়ে টপ অর্ডারে সৌম্য ও লিটন দলকে বড় রানের পাটনারমীপ এনেদিয়েছিলেন। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬৮ রান যোগ করেন লিটন-সৌম্য।লিটন হাফ-সেঞ্চুরি তুলে ৩৪ বলে ৬০ ও সৌম্য ২২ বলে ৩২ রান করে ফিরেন। এই দু’জনসহ মুশফিকুর রহিমের দ্রুত বিদায়ে ১০ রানে ৩ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেরার উপক্ষম হয় বাংলাদেশের। কিন্তু বাংলাদেশকে সেই পথে হাটতে দেননি সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ ৪২ বলে অবিচ্ছিন্ন ৯১ রান যোগ করেন তারা। শেষ ম্যাচেও সতীর্থদের কাছে থেকে এমন ধরণের ব্যাটিংয়ের আশা করছেন সাকিব আল হাসান।
এখন তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ার কাজটা পুরোপুরিভাবে সম্পন্ন করতে চান সাকিব। দ্বিতীয় টি-২০ শেষে শেষ ম্যাচ নিয়ে তার ভাবনা জানতে চাওয়া হলে সাকিব বলেন, ‘টার্গেট থাকবে অবশ্যই জেতা।’
অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরুর পরও দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা ক্যারিবীয়দের গায়ে লেগে আছে, তাই শেষ ম্যাচে বাংলাদেশকে মরণ কামড় দেয়ার জন্য অস্থির থাকবে হোপ-হেটমায়াররা। তবে কাজটি সহজ হবে না তাদের জন্য। কারন মিরপুরের কন্ডিশনে বাংলাদেশ যে কতটা ভয়ংকর সেটি দ্বিতীয় টি-২০তে দেখিয়েছে সাকিব বাহিনী।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, ফ্যাবিয়ান এ্যালেন, কেসরিক উইলয়ামস, কিমো পল, খারি পিয়েওে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল ও ওশানে টমাস।