চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জরিমানার কবলে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবাবো জরিমানা করা হলো সাকিবকে।দ্বিতীয় ম্যাচে শুধু সাকিব একা নন পুরো বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজকে দলকে স্লো ওভার রেটের কারণে জরিমানা করেছে আইসিসি।
প্রথম টি-টোয়েন্ট ম্যাচে আম্পায়ের সিদ্ধান্তের বিরোধীতা করায় ম্যাচ ফির ১০ শতাংশ ও নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছিল সাকিবের। বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্ট ম্যাচে স্লো ওভারের রেটের কারণে সাকিবকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে আর দলের অন্য ১০ সদস্যকে ক্ষেত্রে এ জরিমানার পরিমান ১০ শতাংশ।
এদিকে একই ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ক্যারিবিয়ার অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটেকেও। তার বিরুদ্ধে অভিযোগ নির্ধারীত সময়ের পরও দুই ওভার বল করতে হয়েছে অতিথিদের। তারা অবশ্য বাংলাদেশের চেয়ে শাস্তি বেশি পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অধিনায়ক ব্র্যাথওয়েটকে জরিমানা দিতে হচ্ছে ৪০ শতাংশ।