ঈশ্বরদীর রূপুপর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কাজের সময় ক্রেন দুর্ঘটনায় শিখন হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।এসময় জুয়েল রানা নামে অপর এক শ্রমিক আহত হন।
শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখন হোসেন পাকশীর যুক্তিতলা গ্রামের নবাব আলীর ছেলে। আহত জুয়েল রানা সলিমপুরের মহিত’র ছেলে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তাসমিন তামান্না স্বর্ণা বলেন, রূপুপর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মানাধীন দুই শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। শিখন হোসেন হাসপাতালে আসার আগেই মারা যায়। জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।