Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘তারুণ্যের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা’ আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


আগামীকাল রবিবার (২৩ ডিসেম্বর-২০১৮) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে ‘তারুণ্যের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা’ শীর্ষক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ শিক্ষা ও গবেষণাধর্মী সংগঠন 'মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকশেন রাইটস'র আহ্বায়ক, ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক এনায়েতুল্লাহ কৌশিক কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহারে তরুণদের চাওয়া-পাওয়া বিষয়ক ‘তারুণ্যের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা’ শীর্ষক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকশেন রাইটসের পক্ষ থেকে। তরুণদের মধ্যে এটিই বাংলাদেশ প্রথম কোন 'নির্বাচনী ইশতেহার পর্যালোচনা'।

তারা বলেন, সাংবাদিক সম্মেলনে অনলাইন, প্রিন্ট, রেডিও ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতি কামনা করা হচ্ছে।

Bootstrap Image Preview