Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষতিপূরণের দাবিতে ভারতকে আইসিসি’র ৯ দিনের আল্টিমেটাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার শর্ত দিয়েছে আইসিসি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৬০ কোটি টাকা। নতুবা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে তারা। 

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। কিন্তু তাতে বাগড়া দিয়ে বসে ভারত সরকার। জানিয়ে দেয় বিশ্বকাপ আয়োজনে ট্যাক্স দিতে হবে সরকারকে। পরে আইসিসির টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টর স্টার টিভি ট্যাক্সের টাকা কেটে বাকি টাকা আইসিসিকে পরিশোধ করে।

এরপর বকোয়া টাকা আদায়ে ভারতীয় বোর্ডের সঙ্গে বার বার আলোচনায় বসে বকেয়া অর্থ পরিশোধেল সময়সীমা বেধে দেয়ে আইসিসি। কিন্তু কোনো কথায় কানে তুলছে না তারা। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তটি নিলো আইসিসি। 

অক্টোবরে সিঙ্গাপুরে আয়োজিত আইসিসির বোর্ড মিটিংয়ের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থ ফেরতের এই শর্ত উল্লেখ করা হয়েছিল। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর আরেকবার বিসিসিআইকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আগামী ৯ দিনের মধ্যেই আইসিসিকে সব পাওনা মিটিয়ে দিতে হবে বিসিসিআইকে।

এই সময়ের মধ্যে বিসিসিআই যদি টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তবে বর্তমান অর্থ বছরে ভারতের প্রাপ্য টাকা থেকে সেই অঙ্ক কেটে নেওয়া হবে। তবে এখানেই শেষ নয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, টাকা ফেরত না দিলে ২০২১ সালে ভারত থেকে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালে ভারতে হবে না ওয়ানডে বিশ্বকাপও।

এদিকে ভারত পাল্লা উত্তরে জানিয়েছে অক্টোবরে অর্থ পরিশোধের সম্মতি দিয়েছিল এমন কোনো প্রমাণ থাকলে আইসিসিকে সেটি দেখাক।তারা আরে বলে অন্যায়ভাবে যদি ভারতের রেভিনিউ কেটে নেয়া হয়, তাতে আইনের সাহায্য নেবে ভারতীয় বোর্ড।

Bootstrap Image Preview