সফরকারী ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ আগেই জয় করেছে টাইগাররা। আজ তাদের সামনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াই। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে দুই দলই একটি করে জিতেছে। তাই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের লক্ষে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।
আজ উইন্ডিজ একাদশে একটি পরিবর্তন হয়েছে। ব্রাভোর পরিবর্তে একাদেশে অভিষেক হচ্ছে শেরফান রাদারফোর্ডের। অন্যদিকে টাইগার একাদশে কোন পরিবর্তন হয়নি।
টাইগারদের একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।
উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস।