কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে গণসংযোগ ও পথসভায় মাঠ চষে বেড়াচ্ছে আ'লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন ও বিএনপির প্রার্থী শরীফুল আলম।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সকল গ্রামে ভোটারদের সাথে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অপরদিকে জাতীয় ঐক্যফন্ট্র ও বিএনপি প্রার্থী শরীফুল আলমের ভাঙ্গা পা নিয়ে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) তার নিজ এলাকার ৫ নং পৌর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এছাড়া গতকাল শুক্রবার সারাদিন তিনি তার বাসার উঠানে বসে কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এক সাক্ষাতে তিনি অভিযোগ করেন, গত ১৯ ডিসেম্বর রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কুলিয়ারচর উপজেলার বাজরা বাজার, আগরপুর বাসস্ট্যান্ড, মনোহরপুর, সালুয়া, রামদি এলাকার বিএনপির ৮ টি নির্বাচনী ক্যাম্প ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভেঙ্গে চুরমার করে দেয়। এছাড়াও ওই ঘটনায় একটি মোটরসাইকেলও তারা পুড়িয়ে দিয়ে বলে তিনি দাবি। তিনি এই ঘটনা রিটার্নিং অফিসারসহ নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানান।
শেষে তিনি নির্বাচনে উভয় প্রার্থীকে সমান সুযোগ দেয়ার দাবী করেন।
অপর দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভৈরব উপজেলার শিমুলকান্দি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তার বক্তব্যে বলেন, বিএনপি খুনীর দল। তারা ২১ আগস্ট আমার মা নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে গ্রেনেড দিয়ে হত্যা করেছে। বিএনপি ক্ষমতায় আসলে এদেশ আবার জঙ্গীবাদের উত্তান হবে।
তিনি বলেন, দেশে শান্তি শৃঙ্গলা রক্ষা করতে আওয়ামী লীগ সরকারে পুনরায় নির্বাচিত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এবারের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আনতে ভোটাদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি।