Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপকূলে ৪০ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোলা সদরে ১৮ প্লাটুন, চট্টগ্রাম বিভাগে ১২ ও খুলনা বিভাগে ১০ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। তারা নির্বাচনী এলাকায় মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান ও সহিংসতা দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তৎপর ভূমিকা পালন করছে।

Bootstrap Image Preview