Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিজ জয়ে জন্য টাইগারদের টার্গেট ১৯১ রান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview



 
সফরকারী ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ আগেই জয় করেছে টাইগাররা। আজ তাদের সামনে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লড়াই। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে দুই দলই একটি করে জিতেছে। তাই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের লক্ষে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯০ রান গুটিয়ে যায় উইন্ডিজ।

এই সিরিজ হার হলে টাইগারদের কাছে বাংলাওয়াশ হবে ক্যারিবিয়ানরা। সেই লজ্জা থেকে বাঁচতে টসে হেরে ব্যাটিংয়ের শুরু থেকেই ঝড়ের গতিতে রান করতে থাকে। কিন্তু সেই গতি খুব বেশি সময় ধরে রাখতে দেয়নি টাইগার বোলাররা। মাহমুদউল্লাহ , মোস্তাফিজ ও সাকিবের কাছে পরাস্থ হন। 
ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত স্কোরঃ  ইভিইন লুইস(৮৯),  শাই হোপ(২৩),  শিমরন হেটমায়ার(০), শেরফান রাদারফোর্ড(২),নিকোলাস পুরন(২৯), রভম্যান পাওয়েল(১৯), কার্লোস ব্রথওয়েতে(৮) (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন(৮), কেমো পল(২),শেলডন কোটরেল(২)*, ওশেন থমাস(০)। 
উইকেট নিয়েছেনঃ মাহমুদউল্লাহ রিয়াদ(৩), মোস্তাফিজুর (৩),সাকিব আল হাসান(৩)।
মোস্তাফিজের দ্বিতীয় উইকেটঃ খেলার ১৬ ওভার ১ বলে আবারো ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ ।২৯ রান নিয়ে উইকেটে থাকা নিকোলাস পুরনকে ক্যাচ আউট করে সাজ ঘরে পাঠান। একই ওভারে ক্যারিবিয়ান ক্যাপ্টেন ব্রর্থওয়েটকে স্লিপে ক্যাচ আউট করিয়ে ব্যাটিংয়ে ধ্বস নামিয়ে দেন তিনি।

তিন নম্বর উইকেট নিলেন মাহমুদউল্লাহঃ এই দিন যেন মাহমুদউল্লাহর বল উইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য বিষ ফোঁড়া হয়ে গেল। কোন ভাবেই তাঁর বলের সামনে দীর্ঘ সময় দাঁড়াতে পারছেন না। খেলার ১৩ ওভার ৪ বলের মাথায় রিয়াদ রোভম্যান পাওয়েলকে ক্যাচ আউটের ফাঁদে  ফেলান। একটি শর্ট বল দিলে পাওয়েল বড় শর্ট খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ আউট হন। 

লুইসকে বোল্ড আউট করলেন মাহমুদউল্লাহঃ ব্যাটিংয়ের শুরু থেকেই ঝড়ের গতিতে রান করতে থাকা ইভেন লুইসকে সেঞ্চুরি করতে দিলেন না মামুদউল্লাহ রিয়াদ। ৯ ওভার ২ বলে ৮৯ রান নিয়ে উইকেটে থাকা লুইসকে বোল্ড আউট করে সাজ ঘরে পাঠান রিয়াদ। এরপরের বলেই হেটমায়ারকে এলবিডব্লিউ আউট করে ব্যাটিং বিপর্যয়ে ফেলিয়ে দেন তিনি।

সাকিবের পর মুস্তাফিজের আঘাতঃ প্রথম উইকেট হারানোর পরেও ব্যাট চালাতে থাকে ক্যারিবিয়ান ব্যাটসম্যারা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি কাটার মাস্টার মোস্তাফিজের বলে  ধরা পড়েন পাওয়েল। খেলার ৬,৩ ওভারের মাথায় বড় শর্ট খেলতে গিয়ে ক্যাচ আউট হন পাওয়েল।

ঝড় থামালেন সাকিবঃগত দিনের ব্যাটিং ব্যর্থতা শুধরিয়ে আজ শুরু থেকেই ব্যাটিংয়ে  ঝড় তোলেন লুইস ও হোপ। খেলার শুরুর ১৭ মিনিটে মাত্র ১৯ বল খেলে ৪ ছক্কা ও ৪টি চার মেরে দলীয় ফিফটি রান করে এই দুই ব্যাটসম্যান। খেলার ৪ ওভারের মাথায় মিরাজের বলে লুইসের একটি সহজ ক্যাচ ছেড়ে দেন রনি। নতুন জীবন পেয়ে পরের ওভারে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন লুইস। কিন্তু লুইস জীবন পেলেও খেলার পাঁচ ওভারের মাথায় হোপকে বোল্ড আউট করেন সাকিব। 

আজ উইন্ডিজ একাদশে একটি পরিবর্তন হয়েছে। ব্রাভোর পরিবর্তে একাদেশে অভিষেক হচ্ছে শেরফান রাদারফোর্ডের। অন্যদিকে টাইগার একাদশে কোন পরিবর্তন হয়নি।
টাইগারদের একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।
উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস,  শাই হোপ,  শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস। 

Bootstrap Image Preview