আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে জাতীয় পার্টির বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ড. আওলাদ হোসেন।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় জুরাইনে নিজ বাড়িতে আয়োজিত এক বিশাল সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলার উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
সমাবেশে আওলাদকে অভিনন্দন জানিয়ে বাবলা বলেন, উনি এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। আওলাদ সাহেব আমাকে সমর্থন দেয়ায়, আমার পাশে থাকায় আমার নির্বাচনী প্রচারণায় ব্যাপকতা বাড়বে। আমি বিশ্বাস করি, এখন আমাদের বিজয় দ্বারপ্রান্তে।
সমাবেশে ড. আওলাদ বলেন, আমি নেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত। নেত্রী এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বাবলাকে মনোনীত করেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, বাবলা সাহেবকে জয়ী করার জন্য এই মুহূর্ত থেকে মাঠে নেমে পড়লাম। ৩০ ডিসেম্বর বাবলাকে বিজয়ী করে ঢাকা-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিব।
এ সময় উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম, শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ আকাশ ভৌমিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, লিয়াকত মুক্তিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক সহস্রাধিক নেতাকর্মী।