টি-টোয়েন্টির সিরিজ জয়ের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯০ রান করেছে ক্যারিবিয়ানরা। এতোক্ষণ পর্যন্ত সব ঠিক ছিলো।
এরপর ১৯১ রানের লক্ষে ব্যাটিং করতে নামে টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতেই তামিম রান আউট হলে বিদায় নিলেও উইকেটে থাকা লিটন দাস একাই লড়াই চালিয়ে যেতে থাকেন। কিন্তু খেলার ৩ ওভার ৫ বলের মাথায় লিটন থমাসের বলে মিড অফে সার্কেলের ভিতর ক্যাচ তোলেন ।
সহজ সেই ক্যাচটি লুফে নেন ক্যারিবিয়া খেলোয়াড়। কিন্তু ক্যাচ নেওয়ার পরেই দেখা যায় আম্পায়ারের দায়িত্বে থাকা তানভির (বাংলাদেশ) নো বল ডেকেছেন। এরপরেই বিপত্তির সৃস্টি হয়। রিপ্লেতে দেখা যায় বলটি নো হয়নি।
এদিকে মাঠে থাকা সাইড স্কিনে রিপ্লে দেখে ক্যারিবিয়ান ক্যাপ্টেন ব্রর্থওয়েট আম্পায়ারের কাছে দৌড়িয়ে গিয়ে থার্ড আম্পায়ের কল করার জন্য অনুরোধ করেন। কিন্তু ক্রিকেট আইনে নো বলের কোন থার্ড আম্পায়রের কল নেই।
তাই সঠিক বল নো বল হিসাবে বিবেচিত হয়ে লিটন নতুন জীবন ফিরে পান। কিন্তু সেটি মানতে নারাজ ছিলো ক্যারিবিয়ান ক্যাপ্টেন তাই ছুটে চলে যান থার্ড আম্পায়রের কাছে। ততক্ষণ উপর থেকে মাঠে নেমে এসেছেন ম্যাচের দায়িত্বে থাকা জেফ ক্রো। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদও থার্ড আম্পায়ারের কাছে গিয়েছেন। কিন্তু কি করার? যেহেতু নো বলের কল থার্ড আম্পায়র রিভিউ নেয় না না। তাই নিয়মের বাহিরে যেতে না পেরে নো বল মেনে আবারো মাঠে ফিরে আসেন ক্যারিবিয়ান খেলোয়াড়রা।