Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবলীগকে নৌকার বিজয় ছিনিয়ে আনার আহ্বান ফারুকের  

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview


রাজশাহী-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী, সাংসদ ওমর ফারুক চৌধুরী যুবলীগকে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ  নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সকল শক্তি প্রয়োগ করে মাঠে থাকার  আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন অতিগুরুত্বপূর্ণ। স্বাধীনতা বিরোধীদের হাতে , জঙ্গিমদদদাতাদের হাতে দেশ কে তুলে দেওয়া যাবে না। দেশ যে ভাবে  এগিয়েছে , উন্নত  হয়েছে তাদের  সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে যুবলীগকে শক্তিশালী ভূমিকার রাখতে হবে। তিনি প্রতিটি কর্মীকে আপন আপন এলাকা বিজয়ী করার জন্য বিশেষ নজর রাখার আহবান জানান।

আজ শনিবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবলীগের বিশেষ বর্ধিতসভা ও জেলা যুবলীগের প্রায়াত সাধারণ সম্পাদক এএইচএম খালিদ ওয়াসী কেটুর দোয়ামাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব নির্দেশনা দেন।

গোদাগাড়ী যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লায়েব  উদ্দীন লাভলু, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলি আযম সেন্টু, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকারসহ উপজেলা যুবলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview