Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ আল্লামা শফির সঙ্গে বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর কার্যালয়ে কানাডিয়ান সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডোনাল্ড। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাত হয়।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার পরিচালক ও হেফাজত আমিরের কার্যালয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সূত্র জানায়, সাক্ষাৎকালে হাইকমিশনার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ শাহনেওয়াজ মুহসেন, হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ও হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের বিষয়টি হেফাজত আমিরের ছেলে আনাস মাদানী নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বিশেষ দূত হিসেবে চার মাসের জন্য বাংলাদেশে এসেছেন। তিনি ইসলামে ফেকাহ ও হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন। এ সময় হাইকমিশনার হেফাজত আমিরের দোয়া নেন এবং শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

Bootstrap Image Preview