সিলেটে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে মঞ্চে খুঁজেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘ইনাম চৌধুরী কোথায়? তাকে মঞ্চে দেখছি না। তার মঞ্চে থাকা উচিত ছিল।’
শনিবার সিলেটে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার সময় ইনাম চৌধুরীকে খুঁজেন তিনি।
বিএনপি থেকে সদ্য পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করা ইনাম চৌধুরীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ইনাম চৌধুরী বিএনপির মনোনয়ন পাননি। কারণ তিনি তাদের টাকা দিতে পারেননি। তাই তিনি বিএনপি ছেড়ে আমাদের দলে এসেছেন।
বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, বিএনপি একেক আসনে ৪-৫ জনকে মনোনয়ন ধরিয়ে দিয়ে তাদের মধ্যে যে টাকা বেশি দিয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে।
তারেক রহমানকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, লন্ডন থেকে নাটাই ঘোরাচ্ছে। এই কি তাদের রাজনীতি?
বিকালে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে দেয়া বক্তৃতার একপর্যায়ে ইনাম আহমদ চৌধুরীকে সমাবেশ মঞ্চে খুঁজতে থাকেন প্রধানমন্ত্রী।