Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিমির পক্ষে নির্বাচনী জনসংযোগে তাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ AM

bdmorning Image Preview


গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বড় বোন সিমিন সিমিন হোসেন রিমির পক্ষে নির্বাচনী জনসংযোগ করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

শনিবার (২২ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় নেতা-কর্মীদের সাথে নিয়ে মিয়ার বাজার, তরগাঁও, কাপাসিয়া বাসস্ট্যান্ড, চাঁদপুর ও ভাকোয়াদীসহ কয়েকটি স্থানে বোনের জন্য ভোট প্রার্থনা করেন তিনি।

সোহেল তাজ বলেন, রিমিকে ভোট দিয়ে একটি মডেল কাপাসিয়া রুপান্তর করার অগ্রযাত্রায় সহযোগিতা করতে হবে। উন্নয়ন করতে হলে নৌকার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিগত দিনে কাপাসিয়ার যে উন্নয়ন হয়েছে, তা কোন সরকারের আমলে হয়নি। তাই নৌকা মার্কায় ভোট দিন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ।

Bootstrap Image Preview