Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর গণজোয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল। এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

বিএনপির নেতাকর্মীরা জানান, শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণসংযোগে তার সাথে হাজার হাজার লোকের অংশ নেয়া সেটাই প্রমাণ করে।

গত শুক্রবার ও শনিবার বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর, দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজার, সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার, ভাটিবরাটিয়া, গোড়াদিঘা ও ডুবি গ্রামে গণসংযোগ করেন শেখ মজিবুর রহমান ইকবাল।

তিনি বলেন, এবারের নির্বাচন গণতন্ত্র উদ্ধারের নির্বাচন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। নিকলী উপজেলা মৎস্য ভাণ্ডার হওয়ায় বিএনপি সরকার গঠন করলে এখানে মৎস্য অভয়াশ্রম করা হবে। কৃষি ও মৎস্য সম্পদের মাধ্যমে যুবকদের বেকারত্ব দূর করা হবে। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বাজিতপুরের নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview