একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃংখলা রক্ষায় বগুরা জেলার নন্দীগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
এবিষয়ে শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরমিন আখতার জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য ১৮ ডিসেম্বর নন্দীগ্রামে ১প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। তারা ২০ ডিসেম্বর থেকে টহল শুরু করেছে। তিনি আরও জানান, নন্দীগ্রাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি টহল জোরদার করা হয়েছে।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি উপজেলার বিভিন্ন এলাকা পরির্দশন করে।
সুবেদার জাহাঙ্গির হোসেন জানান, এক প্লাটুন জনবল দুইটি বেসামরিক গাড়ী নিয়ে দায়িত্বপূর্ণ স্ব-স্ব এলাকায় রোবাস্ট আকারে ডমিনেশন টহল পরিচালনা দিচ্ছে।