Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার সিস্টেম বিকল হয়ে গেছে। সেতুর ওপর বাস, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার সকাল ১০টা ১ মিনিট থেকে সিস্টেমটি কাজ করছে না। এর ফলে ওই সেতু দিয়ে চলাচলকারী গাড়ির টোল নেওয়া বন্ধ আছে। সেতুর ওপরে আটকে আছে শত শত গাড়ি।

বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রধান লে. কমান্ডার ফারুক হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার সিস্টেমটি ঢাকার সেতু ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঢাকায় সিস্টেমটি কাজ করছে না। কখন ঠিক হবে, তা জানা যায়নি। টোল নেওয়া বন্ধ আছে। বিকল্প কোনো ব্যবস্থায় টোল নেওয়ার কথাও ঢাকা থেকে বলা হয়নি।

 

Bootstrap Image Preview