Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার তাদের ফাঁকা মাঠে ছেড়ে দেয়া হবে না: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সরকার ভোটের মাধ্যমে ক্ষমতার বদল চায় না। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে এবার ফাঁকা মাঠে তাদেরকে ছেড়ে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে ঠাকুরগাঁও-১ আসনে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জনতার রায়ে ক্ষমতার বদল চায় না। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে আমরা শেষ পর্যন্ত দেখব। জনরায় নিয়েই বাড়ি ফিরব।

তিনি বলেন, সারাদেশে ধানের শীষের কর্মী-সমর্থকদের ওপর হামলা-মামলা চলছে।আমাদের বহু প্রার্থী প্রচারে নামতে পারছেন না।তাদের ওপর হামলা হচ্ছে অনবরত।প্রশাসন ও ক্ষমতাসীন দল মিলে এসব হামলা চালাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, এসব কিছুর অর্থ হচ্ছে তারা জোর করে আবারও ক্ষমতায় টিকে থাকতে চায়। আমাদেরকে ভোটের মাঠ থেকে সরিয়ে দিয়ে ফাঁক মাঠে গোল দিতে চায়। এবার আর সেই সুযোগ দেয়া হবে না।

Bootstrap Image Preview