Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, রাশিয়া, ইরান!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে ড্যান কোটসের কার্যালয়কে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। গত ৬ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের দিন থেকে এই ৪৫ দিন গণনা শুরু হবে।

নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে চীন ও ইরানসহ কয়েকটি বিদেশী শক্তিকে সঙ্গে নিয়ে রাশিয়া প্রচারণার কাজে হস্তক্ষেপ করেছে। তারা তাদের কৌশলগত স্বার্থ হাতিয়ে নেয়ার জন্য নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তার করেছে এবং মেসেজ পাঠিয়েছে। তবে নির্বাচনী কাঠামো বা ব্যবস্থায় এসব দেশ কোনো প্রভাব বিস্তার করতে পারে নি বলে তিনি দাবি করেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে এবং বিষয়টিতে শক্ত জবাব দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ রয়েছে। গত নভেম্বরের নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সুস্পষ্ট নিয়ন্ত্রণ নিয়েছে।

Bootstrap Image Preview