নওগাঁর পত্নীতলা উপজেলায় দিনদিন বেড়েই চলেছে নিবন্ধন বিহীন মোটর সাইকেলের সংখ্যা। এসব নিবন্ধন বিহীন মোটর সাইকেলের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা ও নানা অপরাধমূলক কর্মকান্ড। প্রয়োজনের তুলনায় নিবন্ধন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান কম হওয়ায় অধিকাংশ মোটর সাইকেলের মালিকরা নিবন্ধনের তোয়াক্কা করছেনা। ফলে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
নজিপুর সদরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার প্রচারণায় অবাধে এসব নিবন্ধন বিহীন মোটর সাইকেল চলাচল চোখে পরছে যত্রতত্র। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত মোটর সাইকেলের সংখ্যা প্রায় পাঁচ শতাধিকের উর্ধে।আইনশৃংখলা বাহিনীর ছোট-খাট অভিযানে মোটর সাইকেল গুলি খুব একটা চোখে না পরলেও এসব নিবন্ধন বিহীন মোটর সাইকেল গুলি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনায় এখন সড়গরম হয়ে উঠেছে।
মোটর সাইকেলের মালিকরা নির্ধারিত নাম্বার প্লেটে অনটেস্ট, সাময়িক, এ এফ আর (রেজিট্রেশনের জন্য আবেদন) ডাক,নির্বাচনে বিভিন্ন দলের প্রতীক সহ স্টিকার ইত্যাদি লিখে প্রশাসনকে প্রভাবিত করে অবাধে মাদক পাচার, ইভটিজিং,স্কুল কলেজের ছাত্রীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে।
এদের বেশিরভাগ চালকের মধ্য নূন্যতম ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান নেই, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স নেই। এ বিষয়ের প্রতি প্রশাসনের কড়া নজর না থাকায় সাম্প্রতি অপ্রাপ্ত বয়সকদেরকেও বেপরোয়া ভাবে গাড়ী চালাতে দেখা যাচ্ছে। এমনকি নির্বাচনী প্রচারে একটি মোটর সাইকেলে ৩/৪জন করে অতিরিক্ত যাত্রী নিয়ে মোটর সাইকেল চালাচ্ছে। ফলে অনভিজ্ঞ চালকের দ্বারা বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটেই চলছে।
এ ব্যাপারে নজিপুর সদরের সাহাজান সাজু নামের এক ব্যক্তি বলেন, আমি সর্তক ভাবে চলাচল করি কিন্ত যারা বেপরোয়া ভাবে চলাচল করে তাদের কারণে দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পত্নীতলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পরিমল কুমার চক্রবর্তী বলেন,আমাদের গতানুগতিক অভিযানে যে সনব মতোর সাইকেল নিবন্ধন বিহীন সেগুলোকে আটক করা বা যদি কাগজ পত্রের সমস্যা থাকে তার বিরুদ্ধে মটরযান আইনে মামলা করা সেগুলি আমাদের অব্যহেত আছে।
নির্বাচনী প্রচারনায় নিবন্ধন বিহীন মটর সাইকেল ব্যবহারের কথা যানতে চাইলে ওসি আরো বলেন,একজন দলীয় লোক সে তার মটর সাইকেলে স্টিকার ব্যবহার করে চলবে এটা তার ব্যাপার। তবে যারা এই সুযোগে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। সেখানে অবশ্যই তাদের গাড়ি আটক করা হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে।