Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় হিরোইনসহ আটক ১

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:১০ PM

bdmorning Image Preview


গাইবান্ধা সদর উপজেলায় ২৫ হাজার টাকা মূল্যের পাঁচ গ্রাম হিরোইনসহ আরমান আলম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রবিবার ভোরে পৌরসভাধীন ভিএইড রোডস্ত মোমিনপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভাধীন ভিএইড রোডস্ত মোমিনপাড়া হতে আলমকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের পাঁচ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

পরে আলামিনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে। 

Bootstrap Image Preview