আগামী ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।আসন্ন এই আসর সামনে রেখে এখন থেকেই দল গঠন প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।আর এই খেলোয়াড় বাছাইয়ের মঞ্চ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টি-টোয়েন্টির দল কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের যেটা চিন্তা ভাবনা, বিপিএল থেকে পুরোপুরি দল গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের সামনে অনেক গুলো টি-টুয়েন্টি খেলা আছে, সেভাবেই প্রিপারেশনটা শুরু হবে। এই বিপিএল থেকেই সেই প্রক্রিয়াটা শুরু হবে।‘
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাডাহাড্ডি লড়াই করেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এমন হারের প্রসঙ্গে জানতে চাওয়া হলে নান্নু আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় অনেক বড় পাওয়া ছিল। এখানে কিন্তু বড় সুযোগ ছিল। কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে। এই কাছাকাছি যাওয়া, কমপিটিশন করা একটা দলের ভারসাম্যের ইঙ্গিত দেয়। সেই হিসেবে আমি মনে করি এই অভিজ্ঞতা ও সামনে অনেক খেলা আছে সেগুলো কাজে লাগাতে পারলে বিশ্বকাপে ভালো করব।’
আসছে নতুন বছর ২০১৯ সাল। বছরের প্রথম মাসের ৫ তারিখ থেকে শুরু হবে বিপিএল।চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো।