Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি সম্পর্কে আলোচনা করেন। সভায় পুলিশ সুপার, বিজিবির প্রতিনিধিসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আশা করছি একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারব।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Bootstrap Image Preview