Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিরনিদ্রায় শায়িত হলেন আমজাদ হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের মরদেহ রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরের আগে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলা জামালপুর শহরের কেন্দ্রীয় গোরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে সকাল ১১টার পর জামালপুরের ইকবালপুরে নতুন হাইস্কুল মাঠে তার শেষ জানাজার নামজ অনুষ্ঠিত হয়।

আমজাদ হোসেনের জানাজায় সংসদ সদস্য রেজাউল করিম হীরা ছাড়াও স্থানীয় রাজজনৈতিক,সাংস্কৃতি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জামালপুরের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিলেন।

গত ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর এক সপ্তাহ পর তাকে দেশে নিয়ে আসা হয়।

গত ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

 

Bootstrap Image Preview