Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের আচরণে বাংলাদেশের হতাশা

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।

এক বিবৃতিতে বলা হয়েছে, বন্ধু বা সহযোগী রাষ্ট্রগুলোর আচরণ আরও গঠনমূলক হওয়া উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ রবিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এরআগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২১ ডিসেম্বর) (বাংলাদেশ সময় ২২ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল/আনফ্রেল)-এর অধিকাংশ আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে বাংলাদেশ সরকার একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন চালানোর মতো যথাযথ সময়ের মধ্যে পরিচয়পত্র ও ভিসা দিতে না পারায় হতাশ যুক্তরাষ্ট্র।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে ওই মিশনে অর্থায়ন করেছিল। যথাসময়ে পরিচয়পত্র ও ভিসা না পেয়ে আনফ্রেল তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করতে বাধ্য হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ওই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ‘আসন্ন ৩০ ডিসেম্বরর ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ ডিসেম্বরের একটি বিবৃতি আমাদের নজর কেড়েছে। নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশ নিচ্ছে, যা সংবিধান দ্বারা গঠিত স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের তদারকিতে অনুষ্ঠিত হচ্ছে।’

Bootstrap Image Preview