আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বিতর্কিত প্রার্থী সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আকতার চৌধুরী।
তার প্রচারণায় ব্যবহৃত একটি পোস্টারে দেখা গেছে, তার ছেলে শাওন আরমানের ছবি। তাতে লেখা রয়েছে, 'শাহীন আক্তার (আমার আম্মুকে) নৌকা মার্কায় ভোট দিন'।
শুধু তাই নয়, অনেক পোস্টারে লেখা এমপি আবদুর রহমান বদির সহধর্মিনী, কোনোটায় লেখা আছে উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী (প্রকাশ ঠান্ডা মিঞার) সুযোগ্য কন্যা। একাধিক ব্যানারে শাহীন আক্তারের পাশে লেখা এমপি বদির বউ। আবার কোন কোন পোস্টার-ব্যানারে স্বামী আবদুর রহমান বদির বড় আকারের ছবিও রয়েছে।
শাহিন আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নতুন। তবে সারাদেশেই তিনি আলোচিত। ইয়াবা-বাণিজ্যসহ নানা অভিযোগে বর্তমান সাংসদ আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিয়ে প্রার্থী করা হয় তারই স্ত্রী শাহীন আক্তারকে।
মুখে মুখে টেকনাফ-উখিয়ায় এনিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছিল। তবে ব্যানার ও পোস্টারে এই প্রার্থী স্বামী, সন্তান ও পিতার নাম ব্যবহার করে নতুন করে জন্ম দিয়েছেন আলোচনার।