Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধনকুবের ‘সুলতান অব বিটুমিনকে’ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক শিল্পপতির ফাঁসি কার্যকর করেছে ইরান। হামিদ রেজা বাকেরি দারমানি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়।

ইরানের বিভিন্ন ব্যাংক ও একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার থেকে তিনি প্রতারণা করে ওই অর্থ হাতিয়ে নিয়েছিলেন। সেই ‘সুলতান অব বিটুমিন’ নামে খ্যাত হামিদ রেজাকে শনিবার ফাঁসি ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়েছে।

তেহরানের পাবলিক অ্যান্ড রেভুলিউশনারি কোর্টে তার বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তবে ফাঁসি কার্যকরের আগে তিনি আপিল করলে তা খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, এ বছর দেশটিতে বেশ কয়েকজন শিল্পপতিকে ফাঁসি দিয়েছে। এর মধ্যে ‘সুলতান অব কয়েন’ নামে এক ব্যক্তি ও তার সহযোগী অন্যতম।

Bootstrap Image Preview