Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৫১ PM

bdmorning Image Preview


নন্দীগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  

রবিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। 

পরে ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।  

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক নিজাম উদ্দিন। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী একেএম ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনিরসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

 

Bootstrap Image Preview