Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে নির্বাচন উপলক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০১ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগরে কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান প্রধানগণের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়। 

সভায় উপজেলা শিক্ষা অফিসার এবিএম নাজমুল হকের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক পরিমল কর্মকারের উপস্থাপনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান।  

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোন অশুভ শক্তির কাছে মাথা নত করা যাবেনা। সরকারের নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্ততি রয়েছে। নির্বাচনে থাকবে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

তিনি আরও বলেন, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে যা যা করা দরকার প্রশাসন তাই করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক জেসমিন নাহার প্রমুখ।

 

Bootstrap Image Preview