ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বাড়ি না এলে হয়তো কখনও বুঝতেই পারতাম না যে, একটা মানুষের আবাস কতটা সুন্দর আর স্বপ্নময় হতে পারে। আর তারসাথে ওর আতিথেয়তার কথা আর কি বলবো? এমনি কথা বললেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস তার নিজ ফেসবুক পেজে অপু ও তার ছেলে জয়ের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছোট বোন হয়ে বড় ভাইকে প্রাপ্য সম্মান দেয়াতে বিন্দুমাত্র কোন কার্পন্য ছিল না ওর মধ্যে। আর বাড়তি প্রাপ্তি হিসেবে ছিল যুবরাজের (জয়) সাথে সাক্ষাৎ। আলোচনা আর পরিকল্পনা হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ গানগুলোর চিত্রায়ণ নিয়ে যা অতিসত্ত্বর চিত্রায়িত হবে। সবমিলে এই শীতের দুপুরে দারুণ একটা সময় কাটলো আমার তাদের সাথে।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অপুর নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। এরই মধ্যে ছবির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে শুধু গানের শুটিং। ছবিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করছেন আফজাল শরীফ, চিকন আলী, সাদেক বাচ্চু, কাবিলাসহ অনেকে।