আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকান লেগ-স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে এ খবর নিশ্চিত করেছে দলটি।
তাহিরে ছবি দিয়ে সেখানে ক্যাপশনে সিলেট সিক্সার্স লিখে, ‘দক্ষিণ আফ্রিকার বিস্ময়কর গুগলি স্পিনার তাহিরকে এখন সিলেট সিক্সার্সের দলে।’
নাওয়াজের ব্যাপারে সিলেট সিক্সার্স ক্যাপশন দিয়েছে, ‘নাওয়াজকে দলের অংশ করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
বিপিএলের গেল আসরে ভালো ফল করতে পারেনি সিলেট। পঞ্চমস্থানে থেকে আসর শেষ করতে হয় তাদের। তাই ষষ্ঠ আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে সিলেট। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে তারা। বল টেম্পারিং-এর কারনে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওয়ার্নার।
ওয়ার্নার ছাড়াও সিলেটে আছেন সাব্বির রহমান-নাসির হোসেন-নিকোলাস পুরান-আন্দ্রে ফ্লেচারের মত তারকা খেলোয়াড়। আগামী ৫ জানুয়ারি জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।