Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিইসি ও জেএসসির ফল প্রকাশ আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৪ AM

bdmorning Image Preview


প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী-পিইসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই ঘোষণা করা হচ্ছে ফলাফল।

আজ সোমবার  দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এর আগে প্রধানমন্ত্রী ২০১৯ সালের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। বই উৎসবের উদ্বোধন শেষে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

এরপর দুপুর ১টায় গণশিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনে ফলের বিষয়ে বিস্তারিত জানাবেন। এ বছর, পিইসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩০ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী।

অন্যদিকে, প্রায় ২৬ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নেয় জেএসসি ও জেডিসি পরীক্ষায়। অপর দিকে ৯ শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ২৯ হাজার ২৪১ শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চার পরীক্ষার ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ৩০ ডিসেম্বর নির্বাচন থাকায় এবার এক সপ্তাহ আগে ফল প্রকাশ করা হচ্ছে।

Bootstrap Image Preview