Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেন্টমার্টিন ভ্রমণে ৪ দিনের নিষেধাজ্ঞা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তার কথা চিন্তা করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার কক্সবাজার জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, নিরপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

সেন্টমার্টিন আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ইতিমধ্যে প্রশসনের পক্ষ থেকে আমাদের এ খবর দেয়া হয়েছে। মৌসুমে সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয় সুবিধার কথা মাথায় রেখে বিষয়টিকে গুরুত্ব দেয়া দরকার। এটি ভালো উদ্যোগ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে।’

বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে- জামায়াতের মীর কাশেম আলীর মালিকানাধীন কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। অন্য চারটি হল- বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রিন লাইন।

Bootstrap Image Preview