Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ওয়েটার’ হিসেবে নিয়োগ পেল কুকুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


চীনের সাংহাইতে ‘ওয়েটার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু কুকুরকে। এই বিশেষত্বের কারণে ক্যাফের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে অনেকখানি।

এই প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়দের গায়ে আছে বিশেষ পোশাক। ওই পোশাকের গায়ে ‘কিউআর কোড’ টি স্ক্যান করেই অর্ডার দেওয়া যাবে খাবার, মেটানো যাবে দামও। এই সারমেয়গুলিকে আদর করবার বাড়তি সুযোগ।

সম্প্রতি এই বিশেষ ক্যাফেটিতে কী ভাবে কাজ করে সারমেয়রা, তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তা। অভিনব এই ভাবনা মন কেড়েছে সবার। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীজগতের মেলবন্ধন ঘটানোর এই প্রচেষ্টা বাহবা কুড়িয়েছে অনেকেরই।

শুধু তাই নয়, এই ক্যাফের বিভিন্ন খাবারের আকার ও আকৃতিও সারমেয়দের থাবার আকারেই করা হয়েছে।র দিয়েছিলেন বিরাট। নববর্ষের আগে বিরাট এবার আনুশকাকে মেলবোর্ন টেস্ট জয় উপহার দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার। খবর-  বাংলাদেশ প্রতিদিন।

Bootstrap Image Preview