Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিলে মোটরসাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  রিফাত (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সজীব (১৯) নামে আরও একজন শিক্ষার্থী । 

রবিবার (২৩ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩ টায় রিফাতকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত সজীব চিকিৎসাধীন রয়েছে। 

নিহতের বন্ধু আকাশ পুলিশকে জানিয়েছেন, তারা দু'জন ই শিক্ষার্থী। নিহত রিফাত আগারগাঁও তালতলা গভমেন্ট স্টাফ কোয়াটার এলাকায় থাকতো। তার বাবার নাম মোঃ লিটন মিয়া। তারা মোটরসাইকেল যোগে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। আর আহত সজীবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে গেছেন তার স্বজনরা।

Bootstrap Image Preview