Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলি যতটা না ভারতীয় তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:০০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview


কোহলি ভারতীয়র চেয়ে অনেক বেশি অস্ট্রেলিয়ান৷ এমনটাই মনে করছেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন৷ বিরাটের খেলায় অস্ট্রেলিয় আগ্রাসন রয়েছে বলে মত হেডেনের৷

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে চোখ রয়েছে হেডেনের৷ সিরিজের দ্বিতীয় টেস্ট পারথে ভারত অধিনায়ক বিরাটের সঙ্গে অজি অধিনায়ক টিম পেইনের চেস্ট পাম্পের ঘটনার পর ক্রিকেট মাঠে বিরাটের আগ্রাসী মনোভাব নিয়ে আলোচনা তুঙ্গে৷ মাঠে কোহলির আগ্রাসনে অবশ্য ভুল কিছু দেখছেন না হেডেন৷

প্রাক্তন অজি ওপেনার বলেন, ‘বিরাট ক্রিকেটটা প্যাশন দিয়ে খেলে৷ খেলার মাঠে বিপক্ষের কাউকে সমীহ করে না কোহলি৷ অস্ট্রেলিয়ানরাও ক্রিকেট মাঠে কাউকে সমীহ করেনা৷ অধিনায়ক বিরাটের ভয়ডরহীন আচরণ অজিদের এই মানসিকতাকে মনে করিয়ে দেয়’৷

সঙ্গে হেডেন আরও জুড়েছেন, ‘অস্ট্রেলিয়ানরা সব ধরণের ক্রীড়াক্ষেত্রেই খুব স্পোটিং,তারা প্রতিযোগিতা উপভোগ করে৷ কোহলিও মাঠে প্রতিযোগিতা উপভোগ করে.প্রতি মুহূর্তে লড়াই করতে ভালোবাসে৷ এই গুনের জন্যই বিরাটকে অস্ট্রেলিয়ান মনে হয়৷ ‘

এর আগে ক্রিকেটার বিরাটের অতিরিক্ত আগ্রাসী মানসিকতায় ভুল নেই বলে জানান ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস৷ জেতার খিদের জন্য কোহলির আগ্রাসনে ভুল দেখছেন না ভিভ, এমনটাই তিনি জানিয়েছেন৷ বিরাটের আগ্রাসন মাত্রা না ছাড়ানোয় প্রাক্তন অজি অধিনায়ক অ্যালেন বর্ডারও তাকে সমর্থন করেছেন৷

Bootstrap Image Preview