আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে রাজধানীর কামরাঙ্গীরচরের জনসভামঞ্চে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর ১২টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছান।কিছুক্ষণ পরেই তিনি বক্তৃতা করবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওযাকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, দক্ষিণের মেয়র সাইদ খোকন, মহাজোটের প্রার্থী সাবের হোসেন চৌধুরী, আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, হাজী সেলিম, হাবিবুর রহমান মোল্লা, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওসার, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট, ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ প্রমুখ।