Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুরো পরিবার নিয়ে ওমরা হজ্ব পালনে সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই স্ত্রী, কন্যা এবং মাকে নিয়ে ওমরা করতে সৌদি আরব গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার, জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। চলতি বছরের আগস্টেও পবিত্র হজ্ব পালনের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে।

গতকাল রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে সাকিব পরিবার।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে বেশ কিছুদিন সময় হাতে রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। এই সময়ে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে পবিত্র ওমরা হজ্বের উদ্দেশে দেশ ছেড়েছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।

সাকিবের নেতৃত্বেই টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তার নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি হারলেও দ্বিতীয়টিতে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে গেলো শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা। তবে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসনান।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় ওমরা হজ্ব  পালন শেষে ২৯ ডিসেম্বর সাকিব পরিবার নিয়ে দেশে ফিরবেন।

Bootstrap Image Preview