কুম্বলে দায়িত্ব ছাড়ার পর টিম ইন্ডিয়ার হেড কোচের পদে বসা যাবৎ পদে পদে সমালোচনার শিকার রবি শাস্ত্রী৷ সময়ে সময়ে তাঁর বিতর্কিত মন্তব্য, আচরণ এমনকি টিম ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন উঠেছে৷ ঠিক তেমনই পার্থে টেস্টের দল নির্বাচনে শাস্ত্রীর ভুল ভ্রান্তি নিয়ে সমালোচকরা সরব হতেই স্বাভাব বৈশিষ্ট্য মতো পাল্টা দিতে শুরু করলেন ভারতীয় কোচ৷
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী সমালোচকদের একহাত নিয়ে বলেন, ‘লক্ষ মাইল দূরে বসে শূন্যে গুলি চালানো সহজ৷’ আলাদা করে কোনও নাম না করলেও ইঙ্গিতটা স্পষ্ট, শাস্ত্রীর তোপের মুখে অন্য কেউ নন, কিংবদন্তি সুনীল গাভাসকর৷
পার্থ টেস্টে ১৪৬ রানে হারার পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানি৷ এমনকি বাকি টেস্টগুলিতে ব্যর্থ হলে ক্যাপ্টেন ও কোচের ভবিষ্যৎ নিয়েও ভাবনা চিন্তা করা দরকার বলে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন গাভাসকর৷ তারই প্রত্যুত্তরে শাস্ত্রী এমন মন্তব্য করে বলে ক্রিকেটমহলের ধারণা৷
ভারতীয় কোচ সমালোচকদের অন্য একটি ধারণাকেও নস্যাৎ করেন৷ বিরাট কোহলির আচরণ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করায় শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় না বিরাটের আচরণে কোনও ত্রুটি রয়েছে৷ আমাদের কাছে ওর মতো নিপাট ভদ্রলোক আর কেউ নেই৷’
সমালোচকদের জবাব দেওয়ার ভঙ্গিতে শাস্ত্রী বলেন, ‘যখন কেউ লক্ষ মাইল দূরে রয়েছে, তার পক্ষে শূন্যে গুলি ছোঁড়া সহজ৷ তাদের মন্তব্য অনেক দূরের এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ গোলার্ধে৷ আমাদের তাই করতে হবে, যেটা দলের পক্ষে সব থেকে ভালো৷’
এ প্রসঙ্গে শাস্ত্রী আরও বলেন, জাদেজার বিষয়টা বাদ দিলে আমার মনে হয় না দল নির্বাচনে কোনও ভুল ভ্রান্তি ছিল৷ যদি কারও তেমন মনে হয়, তবে সেটা আমার সমস্যা নয়৷’
পরে বিরাটের আচরণ নিয়ে শাস্ত্রী বলেন, ‘বিরাট অসাধারণ৷ ওর ব্যবহারে কোথায় ভুল ছিল বুঝতে পারছি না৷ আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন, তবে আমাের কাছে কোহলি নিপাট ভদ্রলোক৷’
শেষে মায়াঙ্ক আগরওয়াল ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে শাস্ত্রী জানান, ‘মায়াঙ্ক দারুণ একজন তরুণ প্লেয়ার৷ ইন্ডিয়া-এ দলের হয়ে ও প্রচুর রান করেছে৷ ঘরোয়া ক্রিকেটেও ও অন্যান্যদের থেকে অনেক ভালো৷ মেলবোর্নে ওকে খেলানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছি আমরা৷ হার্দিক ফিট৷ তবে ওর ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে৷ এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে৷’