Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্ক জাকারবার্গকে আপনি কখনোই ফেসবুকে ব্লক করতে পারবেন না!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


প্রতিদিন ৬ লাখেরও বেশিবার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়। প্রতি তিনজনের একজন ফেসবুকে অন্যদের পোস্ট দেখে নিজের জীবনের ওপর বিরক্ত হয়। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে আপনি কখনোই ব্লক করতে পারবেন না। ফেসবুকে বন্ধুকে আনফ্রেন্ড করার কারণে কিছু মানুষকে বাস্তবে খুন হতে হয়েছে।

ফেসবুকে ৩ কোটিরও বেশি মৃত মানুষের প্রোফাইল আছে। মার্ক জাকারবার্গ বর্ণান্ধ। লাল আর সবুজ রং তিনি দেখতে পান না। সে জন্য ফেসবুকের রং নীল। ফেসবুকের অধীনস্ত ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে যথাক্রমে ৩০ কোটি ও ৭০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। আর ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী।

সেকেন্ডে ফেসবুকে ২০ হাজার মানুষ থাকে। গড়ে প্রায় ৪ লাখ ৮৬ হাজার ৮৩ জন ব্যবহারকারী প্রতি মিনিটে মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করে। ৭৯ শতাংশেরও বেশি ব্যবহারকারী মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করে। প্রায় ৭৫ কোটি ব্যবহারকারী মোবাইল থেকে ফেসবুক দেখে।

প্রতি মিনিটে দেড় লাখেরও বেশি মেসেজ আদানপ্রদান হয়। প্রতি ১৫ মিনিটে ৫ কোটিরও বেশি পোস্ট করা হয়। অর্ধকোটি পোস্ট দেওয়া হয় প্রতি মিনিটে। প্রতি ১০ মিনিটে এক লাখ ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়। প্রতিদিন প্রায় ৩৫ কোটি ছবি দেওয়া হয় ফেসবুকে। প্রতি মিনিটে ৫ লাখেরও বেশি রিঅ্যাক্ট (লাইক, হাহাহা, লাভ) পোস্টে দেওয়া হয়। ফেসবুক প্রতি ঘণ্টায় ১৫ লাখ ডলারেরও বেশি আয় করে। এর বেশির ভাগ আসে মোবাইল থেকেই।

Bootstrap Image Preview