Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীর সড়কে অবস্থান নিয়ে সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল ৯টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এর ফলে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করে বলেন, ‘বেতন-ভাতার দাবিতে তারা রাস্তায় নেমেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা রাস্তা থেকে সরে যান। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

প্রত্যক্ষদর্শীরা একজন শ্রমিক জানান, কালশীর একটি ২২ তলা গার্মেন্টসের শ্রমিকরাসহ আশপাশের বেশ কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা পাওনা বেতন-ভাতার দাবিতে মিরপুর ৬, ৭ ও ১২ নম্বরের রাস্তায় অবস্থান নিয়েছে। তবে তারা কোনো ভাঙচুর কিংবা নাশকতা করেনি।

Bootstrap Image Preview