নির্বাচনী প্রচারণায় মুখর চারপাশ। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনার ঘড়ি সময়কে কাছে নিয়ে আসছে খুব দ্রুত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণার ধুম পড়েছে। প্রচারণার পাশাপাশি অনেকেই নিজস্ব মন্তব্য তুলে ধরেছেন। তাদেরই একজন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৪ ডিসেম্বর) এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, আজকে সুনামি আঘাত করলে, সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে পাশের মানুষটাকে সাহায্য করতে। সাহায্য করার আগে কেউ জানতেও চাইবেনা ‘তুমি আওয়ামী লীগ না বিএনপি?’ রানা প্লাজায় উদ্ধার কাজের সময় দেখিনাই কোনো ভলান্টিয়ার ভেতরে আটকা পড়া মানুষটাকে জিজ্ঞেস করছে, ‘এই তুমি বিএনপি না আওয়ামী লীগ?’
তিনি আরো লিখেছেন, এই সব বাহ্যিক পার্থক্য হলো কসমেটিক। এই সবের লাগি তবে কেনো এই মারপিট, হানাহানি? আসেন তবে সবাই ফুল ভলিউমে ছাড়ি ‘ক্ষ’ ব্যান্ডের গাওয়া ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি!’ দেখবেন আরাম আছে। আর মারামারি করতে ইচ্ছা করবে না। শোনানো যাইতে পারে নির্বাচনের মাঠে থাকা সবাইকে।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে গত রবিবার (২৩ ডিসেম্বর) নিজের কিছু দাবি নিয়ে হাজির হয়েছিলেন ফারুকী। ‘অভাজনের ইশতেহার’ শিরোনামের ১৩টি দাবি তুলে ধরেন এই নির্মাতা।