আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো দলের নয়। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে দায়িত্ব পালনে জেলায় জেলায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী। একটি মহল সেনাবাহিনীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের মনে রাখা উচিৎ সেনাবাহিনী কোনো দলের হয়ে কাজ করবে না, তাদের ভূমিকা থাকবে নিরপেক্ষ। বিএনপি নির্বাচন কমিশন, বিচার বিভাগকে বিতর্কিত করেছে এবং সেনাবাহিনীকেও বিতর্কিত করতে চাইছে।
সোমবার (২৪ ডিসেম্বর) ফেনীর দাগণভূঞাঁয় আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোট আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি।
জনসভায় আগতদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন যে করে তাকেই ভোট দেবেন।
বিএনপির সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা শুধু কথা বলতে পারে, কাজ করতে পারে না। তারা বাঙালি জাতিকে কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে; কিন্তু দেশের উন্নতির জন্য কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। সামনে নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেবে।
মহাজোটের লাঙল প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দাগনভূঞাঁ ও সোনাগাজীর উন্নয়ন ত্বরান্বিত করতে হলে লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে সুসংহত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ম্যাজেশিয়ান’ উল্লেখ করে তিনি বলেন, ৩০ ডিসেম্বর হাসিনা ম্যাজিকের জয় হবে। আবার ক্ষমতায় আসবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি। দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যাকে বিপুল ভোটে জয়ী করবে।