ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌতম দে আর নেই। ক্যানসারের কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
গৌতম দে টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। বেশকিছু সিনেমায়ও দেখা গেছে তাকে। তার মৃত্যুতে টালিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তার শেষকৃত্য কখন সম্পন্ন হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
‘জন্মভূমি’ সিরিয়ালের মধ্য দিয়ে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পান গৌতম দে। একে একে অভিনয় করেছেন ‘তিথির অতিথি’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে। সম্প্রতি তাকে ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিলো।