Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাহসানের ভরসা ‘নৌকা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে তারকাদের উপস্থিতি সকলের নজর কেড়েছে। এবার সেই মিছিলে যোগ দিয়েছেন তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। দেশকে সামনে এগিয়ে নিতে ‘নৌকা’র উপর ভরসা করছেন তিনি।

রবিবার (২৩ ডিসেম্বর) রাতে প্রকাশ হওয়া এক ভিডিও বার্তায় তাহসান খান বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে আমরা শিল্পীরা পাইরেসির কারণে অনেক কঠিক সময় পার করছিলাম। সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি। ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্ত শিল্পী হিসেবে প্রতিনিয়ত পত্রিকার শিরোনাম হচ্ছিনা। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে আমরা এই সরকারের ধারাবাহিকতায় পক্ষে কথা বলি, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয়না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ৷ কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশ উন্নয়ের পথে এগিয়েছে কিনা সেই উত্তর আপনাদের কাছে আছে। অসংখ্য জনপ্রিয় গানের এই গায়কের মতে, আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক।’

Bootstrap Image Preview