Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিল্পীদের নির্বাচনী প্রচারণা নিয়ে মুখ খুললেন কাদের সিদ্দিকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে নায়ক-নায়িকাদের নির্বাচনের প্রচারণায় নামাতে পারে? মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে। কিন্তু তাদের কথায় ভোট দেবে না। মমতাজ জনপ্রিয় শিল্পী, কিন্তু মার্কা ছাড়া ভোটে দাঁড়ালে পাঁচ হাজার ভোটও পাবেন না’ বলে মন্তব্য করেছেন, ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ আলোচনা সভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, ‘সেনাবাহিনীর কাছে একটাই চাওয়া। জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে। যদি তারা নিরাপদে ভোট দিতে পারে, তাহলে ভোট বিপ্লব ঘটে যাবে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview