Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউইয়র্কে নৌকার প্রচারণায় হিল্লোল-নওশিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৫ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


নির্বাচনী আমেজ শুরু থেকেই নৌকার প্রচারণায় সরব তারকারা। যে যেভাবে পারছেন প্রচারণায় অংশ নিচ্ছেন। ব্যক্তিগত কাজে বিদেশ থাকলেও থেমে নেই অনেক তারকা। বিদেশের মাটিতে বসেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার কাজ করছেন তারকা দম্পতি হিল্লোল ও নওশিন।

গত রবিবার (২৩ ডিসেম্বর) নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নৌকা প্রতীকের পক্ষে এক প্রচারণা সমাবেশে সশরীরে হাজির হন এই দম্পতি। এছাড়া প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন তারা। নিজের ফেইসবুক পেইজে নৌকার পক্ষে ভোট চাইছেন নওশীন।

এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘বিদেশে হলেও আমি নির্বাচনী আমেজেই রয়েছি। জীবনের প্রথম ভোটটি দিয়েছিলাম নৌকায়, জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই।’

অন্যদিকে হিল্লোল বলেন, ‘এবার তরুণরা ভোটের মাঠে বড় ফ্যাক্টর। নির্বাচনে প্রবাসীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

দেশের প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ বিদেশে থাকে। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, প্রগতি ও উন্নয়নের পক্ষে এবং সব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য তরুণ ভোটার ও প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম প্রবাসী ভোটাররা বিদেশে থেকে ডাকযোগে তাদের ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

Bootstrap Image Preview