Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জেএসসি ফেল করায় ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় জেএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন আসিফ শাহরিয়ার খান নামে এক ছাত্র।

আজ সোমবার বিকালে ওই উপজেলার দীঘিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আসিফ শাহরিয়ার খান সির্ন্দুনা ইউনিয়নের দক্ষিন সির্ন্দুনা পাঠানবাড়ী এলাকার লেবু খানের পুত্র ও সির্ন্দুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করলে দীঘিরহাট রেলগেটে দাড়িঁয়ে থাকা আরিফ শাহরিয়ার খান ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেন। 

পারিবারিক সুত্রে জানা গেছে, আসিফ শাহরিয়ার খান অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় অংশ নেয়। সোমবার ওই পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে ইসলাম শিক্ষা বিষয়ে ফেল করেন। সেই অভিমান থেকেই আত্মহত্যার পথ বেঁচে নেয় আসিফ শাহরিয়ার খান।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস’র ইনচার্জ মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Bootstrap Image Preview